বেঁচে ছিলাম কেউ করেনি
আমার গুণগান
করতো নিন্দা আড়ালে থেকে
রাখত না কেউ মান।
তাদের কথা শুনে আমার
হৃদয় উঠতো কেঁপে
আভাস পেতাম হৃদয় জুড়ে
বৃষ্টি নামবে ঝেঁপে।
মরার পরে গলদা চিংড়ির
ভুরিভোজ তো হলো
বলছে সবাই এই ঘাসফুল
লোকটা ছিল ভালো।
________________