ছেলেটি বিবাহ করেনি
বনে গিয়ে করছে সাধনা
মন তার যায়নি তো বনে
পড়ে আছে নিজের ভবনে ।

যে বাতাস মেখেছিল গায়ে
তাই আজ হয়ে গেছে ঝড়
যে শরীর ঈশ্বরের বড় অবদান
সেখানেই বাজে তার বিষাদের গান ।

আসলে মনেই মুক্ত ছেলেটি বুঝেছে
মন তার বনে নেই আর
সাধনার মাঝে থাকে ভুল
মনে তার বাসন্তীর কালো এলোচুল ।

---------------------------------