কোনদিন আমি আর মরতে পারব না
প্রতিমুহূর্তে মৃত্যু আমাকে গোগ্রাসে গিলে দিচ্ছে
অদ্ভুত আঁধারে ডুবে যাচ্ছি।

কতবার ভেবেছি একটু জীবনের হাসি দেখব
জীবনের গান শুনব
আনন্দের কবিতা লিখবো
কিছুই পারি না।

এই অবসাদ কিংবা নিবিড় আঁধারের কথা
প্রেমিকাকে বলা যায় না
কারণ সেতো গান ভালোবাসে
ভালোবাসে চুল
আর সেই কালো ফুল।

আমি একা সেই মরণের নেশায় ডুবে আছি বলে
এরপরে হাসি ভালো লাগবে না
ফুল ভালো লাগবে না
মারা যাবে খুশি ও কবিতা।

এরপরে মৃত্যু এসে ফিক করে হেসে কোনদিন বলবে
এতভাবে মরেছিস বলে
তোর আর মরণ হবে না।

____________