আরও যদি নারীজন্ম হয়
দেখব না এই চাঁদ জ্যোৎস্নার ভিতরে
যে কুহক পাশে তার ডাকে বারে বারে ।
পুরুষ সেদিন আসবে কী কাছে আর ?
পাবো কী এই ঘর সন্তান সন্ততি ?
হয়তো বা দেহ জুড়ে অবিরাম খেলা করে যাবে
রৌদ্রদগ্ধ ফুলের সম্ভার ।
সেদিন আমার কাছে আসবে না পুরুষের রিরংসার
গোপন ইশারা
চলে যাবো সেই পথে যে পথে পা দিলে
সকলেই হয় দিশাহারা ।
আরও যদি নারীজন্ম হয়
করে যাবো মীরাবাঈয়ের মতো
তিলে তিলে এই দেহ ক্ষয়
আমাকেই চুমু খাবে মহাকাল  কালোত্তীর্ণ পথের সময় ।

------------------------------------------------