কেমন আছো তুমি?
খুব জানতে ইচ্ছে করে
তোমাকে, তোমার হৃদয়কে।
আমার কথা কি তুমি ভাবো?
কখনো কি মনে পড়ে নবধারার কথা—
বিষম কামনায় ছুঁতে চেয়েছিলাম
তোমাকে, তোমার শরীরকে!
আমার দেওয়া ডায়েরিটা
তুমি কি পড়ো মাঝেমধ্যে?
নাকি অবহেলায় ফেলে রেখেছো,
পরিতাজ্য পুরনো বইয়ের অন্তরালে।
কখনো কি ছুঁয়ে দেখা হয়
অনন্ত প্রেমের পত্রাবলি,
আত্মার খোরাকের আধ্যাত্মিকতায়
ডুবে যাওয়া হয় কি?
খোঁপাতে রক্তজবা গেঁথে,
নীল সমুদ্রের শাড়িতে
সিঁথিতে নীল সিঁদুরে,
আজও কি সাজা হয় কারোর জন্যে?
কখনো দুঃস্বপ্নের মাঝে
আমার সঙ্গে কি দেখা হয় তোমার?
একটু উষ্ণতা পাওয়ার প্রবণতায়
পুনঃমিলনের স্বাধ জাগে কি আবার?