তুমি হয়তো ভেবেছিলে
আমি ফিরে আসব,
ঠিক প্রথমবারের মতো!
অনাঙ্ক্ষিত অভিমানে তোমার সঙ্গে যোগাযোগ না করে শরীরে ভীষণ জ্বর হয়েছিল,
থরথর করে কাঁপতে কাঁপতে ফিরে এসেছিলাম।
কিন্তু বিশ্বাস করো,
আমি আর ফিরতে চাই না তোমার উপেক্ষার শহরে
চলে যাচ্ছি দূরে কোথাও, তুমিহীন অন্যত্রে।  💔🖤