এবং শুধুই তুমি
হয়তো কলমের কালি ফুরিয়ে যাবে
তোমার নাম লিখতে লিখতে,
দু'চোখের অশ্রু শুকিয়ে যাবে
তোমার বিরহের নিস্তব্ধ বিলাপে।
তবুও আমি তোমাকে চাইবো,
শুধু তোমাকেই!
হয়তো মাটির ফলকে আকা
তোমার ছবিটা ধূলোয় মুছে যাবে,
কবিতার শব্দগুলো নিঃশব্দে পরিণতো হবে,
চিরচেনা গানের মাধুর্য সুরটাও হারিয়ে যাবে।
তবুও আমি তোমাকে চাইবো,
শুধু তোমাকেই!
হয়তো তোমাকে আর কখনো পাবো না,
তবুও জাগে পুনঃমিলনের অনর্থক বাসনা।
জানি দুঃখ হবে আমার নিত্যসঙ্গী
তবুও আমি তোমাকে চাইবো,
শুধু তোমাকেই!
হয়তো অমাবস্যা থেকে যাবে অর্নিবার
পূর্নিমার আলো আসবে না কভু আর,
জীবনের নিঃশেষে মুছে যাবে সব স্মৃতি
কেটে যাবে প্রবণতার বিভোর নেশা,
তবুও আমি তোমাকে চাইবো,
শুধু তোমাকেই!