আসক্তি
তুমি যতই করো উপেক্ষা,
লিখে যাবো তোমায় নিয়ে কবিতা
গাইবো তোমায় নিয়ে গান,
বিরহের আর্তনাদে যতই ধুঁকছে উঠুক প্রাণ।
তবুও তোমার অভিলাষে নিমজ্জিত থাকবো,
পন্থপানে চেয়ে রইবো, সুতো ছাড়া ঘুড়ির মতো উন্মাদ হয়ে তোমায় খুঁজবো,
কিংবা ছত্রাকের বেশে পথে পথে জন্মাবো,
শুধু তোমার জন্যে।
যতদিন এই দেহে আত্মার সংমিশ্রণে
থাকবে জীবন,
মিটবে না কভু এই অতৃপ্ত তৃষ্ণা, মিটবে না আকিঞ্চন।।