কী আর এমন হয়েছে!
বটবৃক্ষটি প্রতিস্থাপিত হয়েছে।
বিশাল এক দালান হয়েছে।
কী আর এমন হয়েছে!
গার্ডারে পিষে মানুষ মাটি হয়েছে।
অবাধ উন্নয়ন হয়েছে।
কী আর এমন হয়েছে!
দেশ বেঁচে দেয়া হয়েছে।
মানুষ গুম হয়েছে।
কী আর এমন হয়েছে!
নদী শোষিত হয়েছে।
মানুষের কারখানা হয়েছে।
কী আর এমন হয়েছে!
সত্য শাস্তি হয়েছে।
মিথ্যা শান্তি হয়েছে।
কী আর এমন হয়েছে!
মৃত্যু জীবন হয়েছে।
জীবন শূন্য হয়েছে।
কী আর এমন হয়েছে!
হলুদ পাখি প্রাণহীন হয়েছে।
মানুষ খুশি হয়েছে।
কী আর এমন হয়েছে!
নেশা পেশা হয়েছে।
মানুষ সুখী হয়েছে।
কী আর এমন হয়েছে!
বিশ্বাস বিষ হয়েছে।
বিশ্বাসী শেষ হয়েছে।
কী আর এমন হয়েছে!
দুর্নীতি ডালভাত হয়েছে।
আমলা কামলা হয়েছে।

কী আর এমন হয়েছে বলো!
জগতজোড়া শোরগোল কেন করো?
সব তো ঠিকই আছে।
সবাই ঠিক আছে।
তোমার কী সমস্যা?
তোমায় ফাঁসি দেয়া হবে।
সত্য বলা বন্ধ করবে কী?
তোমায় ছেড়ে দেয়া হবে।
শর্ত মেনে নাও,
আমাদের ঘাটে নাও ভিড়াও।

ফাঁসি দিবে?
শাস্তি পছন্দ হয়নি।
অনুরোধ করি শোনো,
সোহরাওয়ার্দী উদ্যানে একটা সভা ডাকো।
আমার শাস্তির সভা।
একটা সাদা পাঞ্জাবি পড়তে দিও।
লুঙ্গিটাও সাদা হবে।
হাত পা বাঁধার কষ্ট করতে হবে না।
আমায় মুক্ত রেখো।
আমার চোখে চেয়ে দেখো।
দক্ষ সুটার নিয়ে এসো।
দশ মিটার দূরে দাঁড়াতে বলো।
দুইটা গুলি করতে বলবে।
একটা কপালের মাঝ বরাবর
আরেকটা বুকের বাঁ পাশে।
ছোট বেলা হতে শুনছি
বাঁ পাশের মর্যাদা বেশি।
এভাবে শাস্তি দিলে
আমার মনে হবে তোমরা
এতটাও কাপুরুষ নও
যতটা আমি ভেবেছি।
সবশেষে জমায়েতকে বলো
কী আর এমন হয়েছে!
এক উন্মাদের ইচ্ছা পূরণ হয়েছে।
আমাদের শান্তি হয়েছে।

৩০.০৮.২০২২
১০.১৮ রাত