কতশত ভয় তোমার
কত সংশয়
ভালোবাসো আমায়
দিব্যি বলো
কোথাও তো
ভালোবাসা নেই
সাক্ষাত নেই সাতাশ বছর
আটাশে আর হবে না
বয়স আমার যাচ্ছে বেড়ে
চুলে পাক ধরেও ধরছে না
বৃদ্ধ হচ্ছি একটু পরপর
হাঁটতে গেলে কাপি থরথর
অপেক্ষা আমার মৃত্যুযন্ত্রণা
সে কি তুমি জানো না
ভালো নেই আমি এক শতাব্দী
এত এত আকুতির মালা
হয়তো পৌঁছে না তুমি অবধি
তবে বিশ্বাস জানবে একদিন
চোখের জলে হারাবে সেদিন
মৃত্যুঞ্জয় হব আমি
তুমি বিলাসী তারপর সাতদিন
মাঝে মাঝে বিদ্রোহী হবে
যখন আমায় হারাবে
স্মৃতি যা ছিল ভুলেছি আমি
ভুল বুঝো না আমায়
মনে রাখতে পারি না আমি
কীভাবে মনে রাখব বলো
নিজেকেও ভুলি হঠাৎ
কেবল ভুলি না তুমি
কত কিছু বলি আমি
কত কিছু লিখে ফেলি
শুধু লিখিনা তুমি আমি
ঘুম হয় না আমার
মনযোগ আসেনা কাজে
আপন জীবনে
আমি যে ভীষণ বাজে
দায়িত্ব অনেক আসবে কাঁধে
আমি পালাবো সব ছেড়ে
মৃত্যু ব্যতীত
কার আছে সাধ্যি
যে আমায় এভাবে বাধে
অনেকে বলে আমি অসুস্থ
আবার কেউ বলে পাগল
দুনিয়ানেশা হচ্ছে না আমার
তাই তাদের
যত অভিযোগ আর অনাদর
আমি মৃত্যুনেশায় মাতাল
দুনিয়ানেশা কিভাবে বানাবে
আমায় বৃদ্ধ শিশু আবাল
ঘুরেফিরে আমার আবারও
একই কথা
নিয়মগুলো নিয়মিত দিচ্ছে ব্যাথা
এখন আমি আছি ঘোরে
সুন্দর মৃত্যুর পর উঠব ভোরে
জানি না তুমি কোথায়
কোন সে ভয়ের তরে
আমায় ছাড়া থাকো ভালো
আমায় নিঃস্ব করে
যদি কভু দেখো এসব প্রলাপ
পাগলই হয়তো ভাববে
ভাবতেই পারো
তুমি তো অধিকারপ্রাপ্ত
আমি মৃত্যু তুমি
আমার বোধহয়
তোমায় পাওয়া হবে না
কিংবা তোমার
আমায় পাওয়া হবে না
মৃত্যু এসে
ভালোবেসে আমার
খোঁজ নিয়ে যায় প্রতিদিন
এত ভালোবাসা
আমি না জানি
প্রেমে পড়ে যাই মৃত্যুর একদিন

০৭.০৬.২০২২
রাত ১০.৩২