আমি বারেবার জীবনের থেকে মুখ ফিরিয়ে
ফিরে আসি জীবনেরই কাছে।
নিঃস্ব প্রায় অস্তিত্বের অবকাশে জীবনকে দুহাতে সাজাই আতর, লোবান আর গোলাপজলে।
ভেঙে পড়া মেরুদন্ডেই আমি বুক উঁচিয়ে দাঁড়াই।
আমি আমার পথহীন আলয়ের আশ্রয়ে থাকা বাদুড়ের ভালোবাসা পেয়ে মুগ্ধ হই।
স্বাভাবিকের কাতারে ফেলে অযথা সময় পান করে আমাকে অপমান করার অপচেষ্টা তোমার অশান্তির কারণবই  আর কিছু না।
বিশ্বাস করো আমি তোমার মাঝে প্রেরিত অনর্থক অপদস্থ আত্মা নই।
দারুণ আনন্দে জোনাকির সংসারের অন্যতম এক সদস্য।
কী ভাবছো? তোমার চিরাচরিত নিয়মে আমি নেই।
হ্যাঁ, আমি নেই। আমি নেই তোমার অহেতুক অবাঞ্ছিত আহ্লাদে।
আমি নেই পৃথিবী যে নেশায় আসক্ত তার ধারেকাছেও।
হ্যাঁ, আমিই বলছি আমি ভিন্ন।
আমি নই তোমার কিংবা তোমার কলুষিত চিন্তার অন্তর্ভুক্ত।আমি স্বাধীন তোমার লাঞ্ছিত ভালোবাসা থেকে।
আমি স্বাধীন তোমার আদরে বানানো পুঁজিবাদের জিঞ্জির থেকে।
আমি হেঁটে হেঁটে স্বপ্ন দেখি।
আমি বিশ্বাস করি স্বপ্ন সত্য।
যে স্বপ্ন সত্য না সে স্বপ্ন স্বপ্ন হওয়ার অনুমতি পায় না।
আমি তোমার ধনতন্ত্র, সমাজতন্ত্র কলা গাছের মৃত্যুতে উৎসর্গ করে দিয়েছি।
আমি চির আনন্দিত মহাকাশ।
আমার বিশ্বাস আমার সত্য।
আমার সত্য আমার শক্তি।
আমার শক্তি কেবলই আমি।
এ জীবন তো দিবোই পরকালের অসীম জীবনও আমি আমায় উৎসর্গ করবো।
আমি সত্য। আমি সুন্দর। আমি জোনাকি। আমি অপরাজিতা। আমি জারুল। আমি জয়না।
আমি কাঁদা মাটি। আমি কয়লা। আমি সদ্য আগত অতিথির সাদর সম্ভাষণ।
আমি তার কচি হাতের স্পর্শ। আমি আমার মায়ের হাসি। আমি আমার বোনের খুনসুটি।
আমি আমার ভাইয়ের স্বপ্ন। আমি আমার বাবার আবদার।
আমি আমার ভালোবাসা। আমি আমার ভালোবাসা।
আমি আমার ভালোবাসা। আমি আমার ভালোবাসা।
আমি আমার ভালোবাসা......................

০৫.১০.২০২২
১২.৫৪ রাত