(উৎসর্গ: প্রথম আলো এবং এ জাতীয় পত্রিকাগুলোকে)
.
পশু মরলে কাঁদিস তোরা
মানুষ মরলে কাঁদিস না,
হৃদয় তোদের খিল দেওয়া তাই
মানবতা বাঁধিস না।
.
কত মানুষ অনাহারে
অর্ধাহারে মারা যায়,
তোদের কাছে তাদের খবর
সামান্য ঠাঁই নাহি পায়।
.
হাতি নিয়ে মাতামাতি
ঘড়িয়ালও তোদের ভাই,
তোদের মতো পঁচা মাথা
এই দুনিয়ায় আর যে নাই।
.
তাই বলি আজ পশু বলেই
পশুর খবর পাস তোরা,
বিবেক পঁচা খবর বেঁচে
উদর ভরে খাস তোরা!