আমার ভেতরে বাস করে—
পরস্পরবিরোধী কিছু সত্ত্বা!
কেউ বলে, 'নিজেকে প্রকাশ কর;
অন্তত বেঁচে থাকার জন্য হলেও—
কোনো একটা অবলম্বন দরকার।'
কেউ বলে, 'না; কী লাভ নিজেকে ছড়িয়ে দিয়ে?
সম্পর্কের বাগডোরটা নিজের হাতেই রাখ!' ...
.
মাঝেমধ্যে— বোধহয় নিজের হতাশা
ঢাকার জন্যই— ছুটে যাই;
কোনো সাধারণ মানুষের কাছে।
জিজ্ঞেস করি— 'আপনি সুখী তো?
জীবনটা নিজের কাছে বিষাক্ত লাগে না তো?'
কেউ জবাব দেয় না; বিরক্ত হয়,
কেউ ভ্রু-কুঞ্চিত করে।
কেউ ভাবে— পাগল!
আমি ফিরে আসি— আপন ভুবনে।
অন্তরে গভীর দগদগে ঘা নিয়ে!