.
সাতসকালে পিউ পাপিয়া
কার নামেতে ডাকে,
সূর্যকিরণ প্রতি ভোরে
কার ছবি যে আঁকে!
দোয়েল কোয়েল কার নামেতে
গায় যে মধুর গান,
এতো সুন্দর সকাল বল
কোন মহানের দান!
.
কার ইশারায় মেঘেরা ওই
সূর্যটাকে ঢাকে,
কার নিশানায় পাখিরা সব
উড়ে ঝাঁকে ঝাঁকে!
জুঁই, চামেলি, শাপলা, পদ্ম,
হাসনাহেনার ঘ্রাণ,
গোলাপ, জবার সুবাস বল
কোন মহানের দান!
.
কার ইশারায় পাহাড়টা ওই
ঠায় দাঁড়িয়ে থাকে,
কার নামেরই অনুরণন
ঢেউয়ের বাঁকে বাঁকে!
কার নামেতে ছুটে চলা
নদীর কলতান,
সুদূর উঁচু আকাশ বল
কোন মহানের দান!