জোছনা রাতের চাঁদ হেসেছে
মোদের আকাশ ছেয়ে,
সেই হাসিরই ঝিলিক তাহার
পড়ছে শরীর বেয়ে।
.
রূপালি ওই আলোয় আজি
মাত হয়েছে ধরা,
জীবন্ত তাই গাছগাছালি
নেই কিছু আজ মরা।
.
পাখপাখালি ঘুম জড়ানো
অবাক চোখে চেয়ে,
কোনোটা বা দিচ্ছে উড়াল
ওঠছে যে গান গেয়ে।
.
আমরা কেন এই বেলাতে
ঘরে বসে আছি,
চলো সবাই আজ চলে যাই
চাঁদের কাছাকাছি।