ফিরিঙ্গিদের বেশভূষাতে
চলছে আমার স্বাধীন দেশ,
নতুন নতুন রঙে ঢঙে
হারাচ্ছে তার আসল বেশ।
.
অঙ্গে তাহার নতুন শোভা
ঢঙে তাহার মাতাল-তাল,
কোন দিকে যে চলছে হাওয়া
কোন দিকে যে ধরছে পাল!
.
পোশাকআশাক সবকিছুতেই
ফিরিঙ্গিদের চালচলন,
অঙ্গ খোলা শর্ট কাপড়ের
হয়েছে খুব বেশ ফলন।
.
আমার দেশের গরীব চাষা
না খেয়ে- হাল করে চাষ,
নিজ ফসল নিজ ঘরে তোলার
মেটে না তার সাধের আশ।
.
নিঃস্বরা সব নিঃস্ব থাকে
ধনীদের তাই বাড়ে ধন,
অসহায়ের বোবা কান্নায়
আনন্দ পায় ধনীর মন!
.
এমন করেই চলেছে দেশ
এমন করেই চলছে কাল,
দুরবস্থা বাড়ছে শুধুই
এইতো আমার দেশের হাল।