শ্যামলিমা বাংলার ছবি যে কী মধুর,
সেই ছবি হারানো খুব বেদনাবিধুর।
সবুজের গা ঘেষে ছায়াঢাকা প্রান্তর,
মনোরম বাতাসে ছুঁয়ে যায় অন্তর।
আলস্য ছাড়াতে কোকিলের কুহুতান,
সাদাকালো বর্ণে দোয়েলের মোহ-গান।
সেই সুরে হারিয়ে যেতে চায় এ অন্তর,
সবকিছু ছাড়িয়ে কে পড়ে সে মন্তর!
সুন্দরবন হারালে আমরাই তো মরব,
থাকবে না ছায়াঢাকা সবুজের গর্ব।
এস ভাই লড়ে যাই সুন্দরবন বাঁচাতে,
বিরুদ্ধবাদীদের পুরে দাও খাঁচাতে!