আমি যবে শুদ্ধ হব
সত্য ন্যায়ের যুদ্ধ হব
হব ভীষণ ক্রুদ্ধ,
হকের পথে চলতে গিয়ে
সত্য কথা বলতে গিয়ে
থাকব নাক' রুদ্ধ।
.
আমি যবে শান্তি হব
সবার মনের কান্তি হব
হাসবে গরিব চাষা,
হক আদায়ে নামব মাঠে
গ্রাম-শহরে, বাজার-হাটে
জন্ম দেব ভাষা।
.
আমি যবে শক্তি হব
সত্য ন্যায়ের ভক্তি হব
হবে সবাই সুখী,
স্বপ্ন সবার সুখের হবে
শান্তি সুখে থাকবে সবে
কেউ রবে না দুখী!