এক বোয়াম জোনাকি দিয়েছিলে
আমি আগলে রাখতে পারিনি।

আজ আমি খালি বোয়াম হাতে
অন্ধকারে দাড়িয়ে থাকি।