এই চোখের পানির ওজন করতে পারবেনা
কোন কিছু দিয়েই তুমি তার বর্ণনা করতে পারবেনা।
শুধু এইটুকুই বলল, আমরা ক্ষমা পাবনা।
গাজার প্রতিটা শিশুর, নারীর, মানুষের চোখের পানির জন্য
আমরা কেউ ক্ষমা পাবনা।
আমাদের এই নামাজ,
এই রোজা, এই হ্বজ, এই যাকাত
কিচ্ছুই আমাদের হাশরের মাঠে বাচাতে পারবেনা।