দুরন্ত কচুগাছ ও অসহায়
রোদ্দুর দহনে ছটফট মিয়ে যায়
শরীরের ভাঁজে ভাঁজে উড়ে যন্ত্রণার ধোঁয়া
অট্টালিকায় এয়ারকন্ডিসান রুম ভেদ করে
চলে আসে কষ্ট...
প্রতিটি ভোরের হন্তারক
হৃদয়ের চৌকাঠে তুষের আগুন
সিনেমা থিয়েটারে হাস্যেজ্জ্বল চোখও
শূন্যতার জোঁয়ারে ভিজিয়ে দেয় মাঠ
প্রিয়ার স্তনে হাত রেখেও
দৃশ্যপটে লীন হওয়া নারীর আক্রমনে
মোচড় দেয় হৃদয়ের চারপাশ
মায়ের চোখে যন্ত্রণার তের'শ নদী
ধেঁয়ে আসে সুবিন্যাস্ত পালতোলা নৌকা।