মহাজ্ঞানী , সর্বজান্তা শাসক- প্রধান
দেশের মন যুগিয়ে করেণ শাসন ,
হোক না সে নীতি আগে, রসাতল -
তাঁর জ্ঞান ‘পদ’ এক মাকাল ফল !
হোক না বেশীর পক্ষ, -মৌদবাদ ,
চায় আদা-নুন খেয়ে তার আবাদ ;
এ ধর্ম চাপে পড়ে, শাসক ভুলে -
জঘন্য অন্যায়; কোলে নেয় তুলে ।
সব দেশে আছেন বহু প্রবুদ্ধ জন -
তাঁরা হন বাঁধক, বিরোধে সর্বক্ষণ ;
দেশজুড়ে দুর্দিনের- পেতে মুক্তি -
এ মৌলবাদ উচ্ছেদে চাই প্রগতি ।
(২৬-১০-২০২৪)
কবি গৌতম ভট্টাচার্য, > কাব্য “ঘুঘু” । তাঁর আজিকার সুন্দর কাব্য- আমাকে প্ররণা যোগায়, এ লেখাটি লিখতে । প্রিয় কবির সম্মানে আসরে রাখা ।