যুগে যুগে একই সুর- তাও
লুটো ! আরো খাও ,
যা যা দরকার এ কর্মে
সব অস্ত্রে শান দিয়ে যাও ।
মরছে যদিও ভাই
প্রতিভাত সাক্ষাত গণ
মনোভাবনা ধরা দুষ্মন
আরো নির্মম আচারণ
তারই নিদর্শন পাই ।
উৎসাহে ধর্মের দোহাইয়ে
হিংসায় জোর বাড়ে !
জানা যায় না সঠিক
ভেদে, বিধর্মী ও ধার্মীক
কে সে চতুর ফাঁকতালে
এ হেন কল নাড়ে !
আসল কথাটা লুট
লালায়িত স্বার্থ লোভী
পাপিষ্ঠ যমদুত্ ;
নিজগলে ধর্ম গিলে -
বলে, মহাত্মা পূত পুত্ ।
দোষ কারো নয় !
দুঃখে সমাজকে দুষী
সমগ্র ব্যাকারণ পড়ে
মস্তিষ্ক ভরা জটে
বৃথা সময় হয় ক্ষয় ।
আবার অকাজের বর্ম পরে
কত না বেজায় খুশী রয় !
(১৬-০৩-২০২৪)
লুটো > লুটকর । দুষ্মন > শত্রু । পূত > পবিত্র । পুত্ > সন্তান ।
“শেখ মো. খবির উদ্দিন ১৬/০৩/২০২৪, ১১:০৫ মি:
যুগে যুগে হয়েছে যুদ্ধ । এখনো মানুষে মানুষে। কখনো দেবতায় অসুরে ।
মরেছে মানুষ সম্পদের হয়েছে ক্ষয় ।
বাস্তবতা হলো কোন পক্ষেরই হয়নি জয় ।”
"আশ্চর্য-১২ কাব্যে" , প্রবুদ্ধ কবির অত্যন্ত মনে ধরা জ্ঞানবান মন্তব্যে মুগ্ধ ও অনুপ্রেরণা পেয়ে আমার আজকের কাব্য প্রবুদ্ধ কবির সম্মানে আসরে রাখা ।