দগ্ধ হাঙর ক্ষুধার আগুনে
আহার জন্য হন্যে, সুখনিদ্রা ত্যাগে
তার বিচরণ আজ সমগ্র ভাগে ,
চষে বেড়ায় সর্বত্র হিংস্র ধরনে ।
শান্তিকালে সুযোগে হাঙর -
মাতমে সর্বস্থানে ফেলে নোঙ্গর ;
যেমন আগাছার সর্বত্র বৃদ্ধি -
ছা-পোনায় তারাও বংশে- সমৃদ্ধি ।
দেশে দেশে সে হাঙরের বহর
সমুদ্র থাকলে- থাকবে হাঙর ,
তারা আবার সম্মুখে প্রতিবেশী
তবু ভুলি না, ভালোবাসাবাসি !!
(১১-০৩-২০২৪)