বুড়ো খোকারা যন্ত করে
ভাঙল গোটা দেশ
আজ কেহ শাহান-শা !
কারো বা জীর্ণ বেশ ।
ধরত্রী-ধারা কোন দিকে ধায়
পলিপড়া মন ,দেখার অবসর কোথায় ?
দুঃখ-দুর্দিনেও হয় না শেখা -
আগে, আরো কত যে হবে দেখা !
ভবিষ্যতের যে কি পরিণাম !
জানেন কী ঈশ্বর ?
সবার আছে আলাদা আলাদা গুরু
দিচ্ছে কি বিশেষ আভাস তার !
যদি ভাঙে বাঁধ সে নোনা জল
চারিধার বন্যায় হবে টলমল ,
বড় করুণ, বোধের অভাব
দায়ে পড়ে মাতালও দেখায় সাধু-সাধু ভাব !
(১৭-০৩-২০২৪)