বলা হয় প্রায় দু’শতবর্ষ পূর্বে ;
সাম্যবাদের তত্ত্ব কথা ছকে এঁকে ,
মারকস্ বাবা বলে গেছেন, অনেক ভেবে -
একদিন বিশ্বময়, সমাজতন্ত্র উদয় হবে ।
ন্যায় বিভাগ যদি নেয় শাসন -কাঁড়ি
প্রজাতন্ত্রেও উদয় হবে স্বৈরচারী ,
ক্ষমতায় শাসক করবে নিজ স্বার্থে রাজ ,
গণতন্ত্রের সারতত্ত্ব হবে নিভু-নিভু সাজ ।
স্বৈরতন্ত্র দেবে মাথাচাড়া
পুনঃ বিপাকে পড়বে সর্বহারা ,
সর্বত্র সত্য-ন্যায় অসাড়, ভয়ার্ত ভাব -
স্বৈরাচারীর পেষণে জনতা করবে হাঁস-ফাঁস ।
হই আশ্চর্য ! পেয়েও সে বাাণীর আভাস !!
তবু সমাজবাদীরা যেন ডাকে নিজ সর্বনাশ ।
(০৫-০৪-২০২৪)
মারকস বাবা > কার্ল মার্ক্স । জন্ম ০৫-০৫-১৮১৮, মৃত্যু ১৪- ০৩- ১৮৮৩ ।