মহাত্মারা আগে আগে যায়
তাঁর চরণ চিহ্ন পশ্চাতে পড়ে রয় ।
দুর্বৃত্ত সে সৈন্যদল নিয়ে ধায়
তার তিক্ত কাহিনী ভুলিবার নয় ।
বোধের মানুষ, গাধার সওয়ারী
এর নিদানে কী করতে পারি ?
গড্ডালীকা প্রবাহে অধঃপতন মন ,
বিশ্ব প্রকৃতি আজ ভরা অনিয়মন ।
মানবের মুক্তি সুদূর প্রসারিত –
দিনে দিনে বিপর্যস্ত রূপ চারিধার
কূলকিনারা মেলে না যে আরপার ;
বাড়ে শহীদবেদিতে ফুল অবিরত !
এটাই মনে হয় এ যুগধারা -
মানব মস্তিষ্কে কী ভূষি ভরা ?
(১০-০৩-২০২৪)