ওরা চেয়েছিল দেশকে অনেক আগে নিতে
কত কর্ম প্রচেষ্টা মানব মন জয়তে ,
সহজ উপায় ধর্ম মাথায় করে
কত দূরগামী নষ্টামীর পথ ধরে ;
সে কোমল স্থলে লাগলে সুস্সুড়ী
গরুও হাসে, তার নেই জুড়ী !
একশত চল্লিশ কোটির দেশ -
তার কর্মসূচি চা পানে তৈরী বেশ ;
মানুষ নয় তো শিয়াল- কুকুর !
দেখি না মানবতা আগে দূর-দূর ।
বেশীর ভাগ বেঁচে ,রূপ ধরে নানা
প্রতিবাদে কিছু বলতে পারে না !
তাই পূঁজছে মনের গঁসাই -
বাঁচতে হয় তাই ,
সাথে, দেশপ্রভুর কীর্তনও গেয়ে যায় ।
(১৬-০৩-২০২৪)