শাসকের আছে নানা রং-
যদি শাসন ধর্ম পুঁজিতন্ত্র বর্গ
এক সে সৃষ্টি করে শেরখাঁ ,
নামের মোহে অপরে এসে ;
উল্টো ঘুরায় চাকা !
ধর-পাকড় হয় শুরু
মোটা আকাড়া চাল খেয়-খেয়ে তৃপ্ত
গ্রামীণ স্বোৎসাহে নাচে ভৈরব নৃত্য !
বোধ ও চিন্তনে হয়তো জং-এ পুরু ।
শাসকে শাসকে দেখি না প্রভেদ
অন্য শাসক পুনঃ অন্য নামে
তৈরী করে নিজ জন্য অন্য সাকরেদ ;
সুযোগে পেটায় জয়ঢাক আপন সুনামে !
শেরখাঁরা নয় অসহায়
বড় বড় হাত আছে তার মাথায় ।
শাসক ষোলআনায় ভরা যে চাতুর্যে ,
গ্রামীণ মরে--- অভাবে- কর্জে ।
(০৮-০৩-২০২৪)
কাব্য, “উল্টাপাল্টা”, নৃপেন্দ্র নাথ অধিকারী ।
তাঁর সুন্দর বিচারের কাব্যকে কেন্দ্র করে , মাননীয় কবির সম্মানে ,আমার লেখাটি আসরে রাখলাম ।