একবার আসর জমলে মজমায়
তখন কে তারে পায় !
কবিয়াল ,গায়ক যা গায় -
মেলে কত করতালি বাহবায় ।
দেশ নেতার অবস্থাও তাই
এক বার বাঁধতে পারলে জনতা
তার আর জুড়ি নাই ।

রাধুনীতে নাম করা পাচক
রসিকের অদেখা পরিমাণ নুন-তেল-আদরক ,
দেশ তো উপহাসের সামগ্রী নয়
তবু এ ধারা বয় সেথায় ।
সমগ্র স্বার্থেই হয় দেশের উন্নয়ন ,
কিছু মুষ্টিমেয় উত্থানে দেশের অধঃপতন ।

(১৭-০৩-২০২৪)