জীবনটা যেন সাহারা মরু- ধুধু
আলেয়ার সাথে পথে পথে চলা-
কি যে ভাবনায় চলছি দিবারাত্র শুধু ,
মনে ওঠে না তুফান- হল্লা !
লক্ষ্য নাই ঈমান ,না মানি পরোপকারী জন -
আচরণে ধৈর্যহারা না ভালোবাসায় মন ।

যদি হত মনে শত দুঃখেও মধুর বচন
অতি মূল্যের হয় এ স্থির বিচার,
পর অনিষ্টে যদি না টানে জীবন
সুখ দিতে পারে দু’মুঠো আহার ।

এ ধারা ধাতে সয় না ! বোধে নেইকো শিখ্ ,
আমরা চাই না সুশীতল স্থিতি- পারিপার্শ্বিক ;
সব পেয়েছির এ সুন্দর সংসারে -
হিংস্রতা ভাব ভরা, হাড়ে হাড়ে ;
দুষ্কর্ম- দর্গন্ধের স্বাদ, মাতমে দিন-রাত
আপসোস এ জীবনে কেন ফেরে না বরাত্ !!

(১২-০৩-২০২৪)