কথা ছিল ভিন্ন প্রকৃতির আবেগ ভরে
পারলৌকিক আস্থার উপর ভরসা করে
ধনাত্মক যোগফলে কতটুকু হল বৃদ্ধি ,
বা দেখা হল কী ? আত্মার - শুদ্ধি !
জীবনের মানদণ্ড সেই তো তিক্ততা
পড়শীর সাথে ভাইচারায় আদিখ্যেতা ,
রাজনেতার ভাষণে উপাদান সঞ্জীবনী
এটাই আশ্চর্য !তারি করি মিতালী ।
বাবা খুড়ো মামা ,বেচারা চাচা -
নেতা নিয়ে আজ রোজ নামচা !!
তার আদর্শের ঢেঁকি হৃদয়ে ধরে
জীবনটা আজ মেকী আনন্দ ভরে ।
(১০-০৩-২০২৪)