না অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর কোন অংশ ,
জানা ও বোঝায় ,বিশ্বটা- খোলা মঞ্চ ।
তবু এক বিষাক্ত ক্রিয়া ধর্মান্ধতা ধরে -
মানুষ মহা- উল্লাসে এ ধরণী ’পরে ।
সচরাচর মানবতাবাদীর উদার বিশ্বভ্রাতৃত্ব
ধর্মান্ধত্ব অপর দিকে সমাজে আনে ক্ষত ;
মৃত্যুর কর্তা- মালিক সে দেবতাসম যম ,
করতেও পারে বিনাশে, ধর্মান্ধ-মানববোম ।
বড় বীর চিত বিচিত্র অন্ধবিশ্বাস
নিজ মৃত্যুবরণে হয় না হতাশ ,
যখনি ঘটে সংসারে, ধর্ম নিয়ে নানান সংঘাত-
আক্রামককে বুঝানো হয় অবারিত দ্বার, জান্নাত ।
তারা দৃঢ় চেতা বিশ্বাসী, সাথে আছেন বিধাতা -
এ প্রাণ চলে যাক !সম্মানের হবে না আদিখ্যেতা ।
স্থির চিত্ত ! স্বর্গে স্থান, রৌম্য মনোহরা উদ্যানে ,
সেথা প্রভু দেখা দেবেন ,প্রতি পল ক্ষণে-ক্ষণে ।
এই তো বোধ কালজয়ী শিক্ষার করে উদঘোষ -
কাজে মনে হয়, -ধরে থাকি, স্বরূপ বুনোমোষ !

(০৮-০১-২০২৫)