জীব শ্রেষ্ঠ মানুষ ,কি না বোঝে !
অন্যায় সহ্য করে না মুখ বুজে ,
সিংহের হুঙ্কার ! চায় প্রতিকার ;
আবার , কুকুরের মত লেজটি
গুটিয়ে , পথ দেখে-- ভাগার !
মানুষ চঞ্চল ,পরিস্থিতি গুণে
চতুর চালাকি কত ধরে মনে ,
পালা বদলায় ,স্বার্থে ধায় -
হ্যাঁ -না উভয় মতবাদ চালায় ।
কৃতঘ্নরা উপকার পেয়ে
সে বুদ্ধিমান মানুষকে নিয়ে
প্রগতি রুদ্ধ মনুষ্য ভলায় ,
সমাজ পড়েছে এখন জ্বালায় ।
গাছ -পাথর , তারা মতে দৃঢ়
স্থির একস্থানে , কর্মে আবদ্ধ ;
খরা-ভূকম্প-ঝড়জল ছাড়া ,
স্থানটি পালটায় না তারা ।
(২৩-১১-২০২৪)
ভাগার > পলায়ন করা । ভলায় > ভালতে ।