বনমানুষ কিছুটা ভাল, ঈশ্বর বোঝে না
গতি, প্রকৃতি ,আগামী প্রজন্ম- অজানা ;
জানে না-- সমাজ সংস্কার কাজ –
তাই বুনোরা বদনাম আজ ।
একটাই বোঝে প্রয়োজনে প্রজনন ,
ভুখায় আহার ;
অজানা,---- দুঃসময়ে সঞ্চয় তার ।
সভ্য মানুষ, সেয়ানা-বন্য
ভোগের ছড়াছড়ি চাই তার জন্য ;
মিষ্টভাষী, সুনীতি, ধর্ম-পরায়ণ -
পরিধানে নির্মল- শ্বেতবস্ত্র ধারণ ।
সমাজ ডুবাতে স্বভাবে অতল ,
পারে দুষিত করতে একসাগর জল ;
মুখে আওড়ায় কণ্ঠস্থ ধর্মশাস্ত্র
আছে তৈরী সভ্যতা ধ্বংসে-অস্ত্র ।
বন্যরা পায় লজ্জা -
দেখে, সভ্যতার ভেলকির রূপ-তাল শয্যা ;
শূন্য সংসাধনে বেঁচে, বন্যরা ছিল অতীত ,
হাসে, কেন সভ্যমানুষ আজ এত পতিত্ !!
(১২-০৮-২০২৪)ভ্যাংকুভার , কানাডা ,
"আমরা যেন বনমানুষের দেশে বাস করছি !
মানুষ মেরে হাসে / বুক ফুলিয়ে বসে !" > মন্তব্য কবি দিপ্তী রায় ।
“ধর্ম নিয়ে যুদ্ধ”, সেখানে অতি সুন্দর তাঁর মন্তব্য পেয়ে, উৎসাহিত হয়ে, তাঁর কবির সম্মানে আমার এ কাব্য আসরে রাখা ।