আগে চাই পেটে দানা
ধর্মটা পরে দেয় হানা ,
মিলেমিশে থাকিলে বেশ
গড়ে, সুন্দর সভ্য দেশ ।
দেখা প্রচুর অভিজ্ঞতা ধরে
ধর্মের সাথে শোষণ বাড়ে ,
পর হক কাড়া, নড়ে-চড়ে -
আস্থার চাপে সব সহ্য করে ।
সুখ সুদিন, অল্পজলের মীন
সুযোগে ভাবনা পোষে হীন ।
মনোভরা কালিমা ,গাড় স্তর
যোগ্যতা বিহীন, পূর্ণতে ঘর ।
ধর্মের গ্যাঁড়াকলে ভবিষ্যৎ ভুলে
আপনকে করে পর ,
ধর্মের সুড়সুড়ি ,সহজাচার -
একদা সঙ্কটে ভরে সংসার ।
ইহকাল পরকাল নিয়ে ইচ্ছা
সুন্দর বর্তমান সুখময় সময়
জীবনকে করে বসে হেনস্তা ।
(১৮-০১-২০২৫)