ধর্ম নিয়ে যুদ্ধ , শোষণের বেশ উত্তম অস্ত্র ,
ঈশ্বরের উপর ছেড়ে দিয়ে –
আবার সাধু বেশে, গায়ে জড়িয়ে
খোঁজে পুণ্যি ,সে শান্তির শ্বেতবস্ত্র ।
দুর্বলের সব অধিকার মাড়িয়ে
শোষক যায় পার পেয়ে ।

এর ছাড়া অন্য কিছু দেখি না  
যারা সব কাজে ছল পোষে প্রাণে
পর সর্বনাশ চায় প্রকৃত মনে-  ।
অতি হিংসায় অভাগা অসহায় ত্রাহি-ত্রাহি ,
বাঁচে না হাঁপছাড়ি !
মানুষ মেরেও গর্ব, ভেঙ্গেচুরে ঘরবাড়ী ।
যদিও সে ধর্মপরায়ণ আহ্লাদে আঠখানা-
ফুটে ওঠে দৃশ্য আসল- সচ্চাই পনা ।

(১১-০৮-২০২৪)ভ্যাংকুভার , কানাডা ,
প্রণব কুমার মজুমদার, কাব্য , “নেমে আসবে নাতো ?”  (১০-০৮-২০২৪)
প্রবুদ্ধ প্রিয়কবির কাব্যে মুগ্ধ হয়ে, আমার এ কাব্য, তাঁর সম্মানে আসরে রাখা ।