ভোটের তরে জ্বালায় ভরে ,
কত না ভেদা-ভেদি ,
বাজে নাগাড়া , বাঁধে ঝগড়া-
বাড়িছে জেদা-জেদি ৷
কঠিন সময় জয়- পরাজয় ,
সাথে আনে দুর্যোগ ;
অনেকে কাড়ায় , কেহ বা মাড়ায় ,
পথে নানা দুর্ভোগ ।
খর্বে নেতার দম্ভ, সে হয় হতভম্ব ,
না জিতিলে ভোটে-
কভু বাদ সাধে , চিন্তারেথা মাথে ,
আগের- ঠাটবাটে !
ভোটের চেহারা , দেয় কাছে ধরা ,
অধুনা একুশেসদী-
বিচিত্র হানাহানি , স্বর্থের টানাটানি-
লভিতে যেয়ে গদি ৷
কর্মের সে ছল , ঘোলা হ’ল জল ,
যেন মাছ ধরার পালা ;
কত-কত নেয়ে , নাও, যায় বেয়ে
গভীর চালের খেলা !
রঙে ভরা ফুল , সুগন্ধে আকুল ,
গলায় শোভে মালা ;
নেতার বিজয় , কারো চিত্ত জয় ,
ধরে- অপরে জ্বালা !
পাপীর সে হস্ত , করে অপদস্ত ,
কত দুঃখীর জান ;
আধমরা যতো , গেলে তারা তেতো ,
ওঠে নাড়ির টান ৷
ছক্ কষাকষি , দর হাঁকাহাঁকি ,
সহজ ভাবা তাতে ;
যে কোন উপায় , হোক সে বিজয় ,
জয়ের টিকা মাথে ৷
যতো যা অখ্যাত , হোক না বিখ্যাত ,
সবে আসুক সাথে ,
দেশে যদি মন্দা দোষ নেই ধান্দা ,
মরিবে না সে ভাতে ;
চতুর চালাকী , সারে কত ভেল্কি ,
দোষ খুঁজি না তাতে ৷
জ্ঞানী ও অজ্ঞানী , অবুঝ বা গুণী ,
ভেদ এখানে নাই ;
যার পাল্লা ভারী , সেই হবে হরি ,
এমনই বিধান তাই ৷
হোক না আদর , নিকষ সে জোর ,
নিয়মটা সদা একই ;
একটার অধিক , ভোট গুন্তি ঠিক,
ভাগ পুরোটা তারই ৷
নিয়ম আছে , ফাঁক ও মাঝে,
আছে, না বোঝার ভান ;
ভোটের জন্যে , হয় সে হন্যে ,
নিজের কোলের টান ৷
শপথ কত , কসম যতো ,
আপন স্বার্থে প্রাণ ,
জেতার পরে , আড়ম্বর করে ,
অর্থে বাড়ায় মান ৷
ভোটের বেলায় , গায়ের জ্বালায় ,
হৈ-হৈ ওঠে রব ;
পালা বদলাবে , জ্বালা জুড়োবে ,
ঠিক-ঠিক হবে সব ৷
কোথায় কি যেন , হয়ে আছে হেন
একটুখানি ফাঁকা ,
উঠাতে হলে ঘি , উপায় জান কী ?
আঙুল করিয়ো বাঁকা ৷
শাসনটি যখন ভোটের কারণ ,
সত্য নিরেট কথা ;
ভোটের ধরণ , অসাধু করণ ,
মনে লাগে না ব্যথা ?
(ইং-১৭-০৪-২০১৫-শুক্রবার)
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।