জেলেনস্কি ! আজ চর্চিত নাম
ইউক্রেন যুদ্ধ-- এর প্রমাণ ;
পূর্বে ছিল তারা সমদেশজন -
ভাষা, সংস্কারে একই মতন ।
শাসনে অবোঝা জমিন-ক্ষিতি
বাদ সাধে তার ভুল নীতি ।
না সদভাবনা পড়শী প্রতি ,
পূর্ব রুশিয়ানের বাড়ে দুর্গতি ।
তারপর সদস্যতায় জিদ ‘নাটো’ ,
আড়াই হাজার কিমি সীমানার
দখলদারী বাড়বে, অমেরিকার ;
জেনে, কেন হবেন পুতিন তুষ্ট ?
মরিয়া রাশিয়া , গলার ফাঁস !
চায় য়ুক্রেন, হোক সর্বনাশ ।
যুদ্ধ লড়ে- লড়ে জেলেনস্কি ,
উঠছে নাভিঃশ্বাস সাথ হেস্কি !
যুদ্ধ, হল হাজার অধিক দিন
চুনোপুঁটি-স্বরূপ জীবন লীন ।
জানি, স্বদেশ দিয়ে লড়া -
এধারা , আত্মাভিমান ভরা ,
ভাই ! দেখতে হয় সে জমি -
পায়ের নীচে আছে কি না ?
পর সাহায্যে যুদ্ধটা চালনা -
বুঝতে হয়, দুর্বলতা- কমি ।
না বোঝার মাশুল -
দেনদারী আজ- অতুল -
কেন হল না সময়ে জানা ?
মরার পরেও ঋণে ছাড় না ।
সময়- ধন-জন-সৈন্য- আশা
একটি ভুলে হ’ল সর্বনাশা ,
শেষ পরিণতি আজ সামনে -
অপবাদ ভরবে জেলেনস্কি নামে ।
(১০-১২-২০২৪)
NATO > North Atlantic Treaty Organization, 32 members .
জেলেনস্কি > Volodymyr Zelensky .