মধুর সাথে আঠা ভরে দিলে পাতা -
কীট-পতঙ্গ, আর তার সাঙ্গ-পাঙ্গ
লোভে পাতা ভরে, করে- যতন
বাঁচাতে পারেন না বিধাতা ।
চিত্ত দৈর্বল্যে সময় কালে
আচ্ছা আচ্ছা গোনেন মাশুল
হয় তো ভুগে ভুগে কত
ভাবেন, না জানি সুখ কত না-অতুল ।
পুঁজিবাদের সে ব্যবস্থা দাওয়াই
ভেব না অস্পর্শ হাওয়াই ,
ভুগতে হবে সবার
কম বা বেশী ,না নিস্তার !
(১৪-০২-২০২৪)