লেখা, কপাললিখন, ভাগ্যে বিপদ !
সাংসরিক জীবন, ঘনঘোর আপদ ৷
বসবাস চারিপাশে, ঝামেলা-ঝঞ্ঝাট,
ভীষণ টানাটানি, হুড়োহুড়ি নটখট !
সম্পদে ঘটি বাটি ,ভাঙা মালসা -
হাতা-খুন্তি, হাঁড়ি-কুড়ি, মাত্র ভরসা !
আয়ের সব দ্বার, তার চিরবন্দ -
সবে তারে করে ,অতি গালমন্দ ৷
জীবনটা দুঃখে পাটা ! যেন বোঝা -
তার কারণটা এখনো, হয়নি খোঁজা !
কেউ বলে ধর্ম ! কেউ বলে কর্ম ,
দর্শনে লেখা, দুঃখীর, ভাগ্য-মর্ম !
হত্তে দিয়ে, উপোষ করে, সারো-
খালি পেটে, দেব দ্বারে, কড়া নাড়ো !
ভূতে ভূমিষ্ঠ, ষষ্ঠাঙ্গ গড়াগড়ি করে ,
নাছোড় বান্দায়, চরণে থাক পড়ে !
পেটে বাঁধ গামছা, দাও সাঁতার -
জয় করিতে- দুঃখরে, ভবসাগর !
স্টীম-রোলার চলুক, উপর পিঠে ,
টু-শব্দটি কষ্টে, কভু নয় মোটে !
তাপিয়া যন্ত্রণায়, বাড়াও আগে মান -
শুদ্ধিতে- উপহার বিধাতার দান !
ধারে কাছে আসন রাখ, পুরোহিত ,
শীঘ্র করে তোমা, সেই পুরো হিত !
(ইং-৩১-১০-২০১৭)