কত দিন বা সাথে থাকবে জীবন-সংসার
নিকট সময় ঘনায় সব হারাবার ;
কেন এতো হট্টগোল ?
যদি না হয় অখাদ্য মত যা-তা ,
হোক না ভিন্ন মতের সে বারতা
তা’ নিয়ে কেন কটুতা ভরা কোলাহল ?
ভিন্নতা যদি না থাকে জীবনে
রুখে যাবে জীবন চাকা ,
একই চিন্তায় চিন্তায় মাথায়
টাক পড়ে চুল হবে ফাঁকা ।
প্রত্যেক বিচারের গভীরতা ভাববার আছে ,
বক্তার মূল উদ্দেশ্য জানা চাই কাজে ,
আমার কথা ,সর্বশ্রেষ্ঠ খাঁটি
এ বোধ মুর্খের শোভে পরিপাটি ;
চাই না নৈতিক অধঃপতন -
তবু, প্রতিবাদে কত থাকে আকিঞ্চন ।
(২৫-০৩-২০২৪)