গেঁয়ো শব্দ হলেই নাক সিটকানো ভাব ,
ভদ্র বলেন , এটা খিস্তি-খেউড় স্বভাব ;
গদ্য-পদ্যে স্থান-- আরো চাখা আস্বাদ
প্রায়ই সভ্যরা বলেন, এসব দাও বাদ ।
উপদেশে আরো বলেন, ছাড় এ সাজ -
সে বিজ্ঞের বিন্দুমাত্র লাগে না তাক
ভিন্ ভাষার দখলে আজ যে সমাজ !
নিজশব্দ বাদ দিয়ে দিয়ে সরে- পায়ের জমিন ,
একদিন পর শব্দে বন্দকী হব ,আসছে সে দিন ,
হাজার চেষ্টায় আর পাব না-- জামিন ;
শরমে মরে, কত শত শব্দ আজ হয় বিলীন ,
নিয়ে পর শব্দ নৃত্য-মাতন, তাক ধিনা-ধিন্ ।
(২৪-১০-২০২৪)