সত্যটা যখন হয় অপছন্দ ভয়ংকর
তখন হবেই নড়বড় স্বার্থ সীমানার ,
স্বভাবে ধন্য শঙ্কিত ব্যক্তি -
প্রবাহ, মুখে অকথ্য উক্তি ,
কালেভদ্রে শুভচিন্তা হয় ছারখার ।
সামনে দ্যাখা সদর, খোলা- হাট -
সুযোগে চালায় খুব করে ব্যাট ,
চায় মারতে মনমত ছক্কা -
পরাজয়ে মাত্- জোর ধাক্কা ,
হবে না বিদ্রোহী, সাজবে তবু নট !
ঘৃণা বিদ্বেষ সহচারী সময়ের জীবন
নিশ্চল হিতাহিত একধারায় মন ,
স্বেদবিন্দু নিয়ে মাথে
সংসারে কর্মে মাতে ,
শূন্যতা ভাব, বিরাজমান-আচরণ ।
(১৪-০১-২০২৫)
নট > অভিনেতা । স্বেদ > ঘর্ম ।