যিনি গাড়ি চালিয়েছেন বা চালান তাঁকে বলার দরকার নেই । গাড়ির চাকায় “শকাপ”, মানে স্প্রীং লাগানো থাকে , তাতে বিশেষ সুফল ফলে । রাস্তা চলতে গেলে ঝাঁকুনি কম লাগে, বন্ধুর পথ ও ইচ্ছেমত গতিতে পার করা যায় । এমত ব্যবস্থার উদয় কেন ?
মানুষ চায় সহজ উপায়ে শরীরে আরাম, আমেজ, লয় । কষ্ট থেকে যতো পারা যায় বাঁচা । এই মানব অহরহ সরল সুন্দর আনন্দদায়ক পথ খুঁজছে ,আবার পরিবর্তনের দ্বারা নব-নব পথ ও পেতে চেষ্টা করছে ।
কবিতাতে যদি ভাবে ,অর্থে, কাব্য শৈলীতে, সহজবোধ্য হয়, মনকে আনন্দ দেয় , স্নায়ুতে সাড়ায় অনুরণন-কম্পন ঘটায় তবে কি কবিতা হবে না ? সেই এক নিয়মে আবদ্ধ সুর তাল মাত্রা ছন্দ পর্ব সব মাপাজোখা গণ্ডির মধ্যে হলেই কবিতা হবে অন্যথায় পণ্ডশ্রম,-বৃথা লেখালেখি, কাব্য অসার !!
সোনা তার সাথে খাদ (অন্য ধাতু) না মেশালে অলংকার হয় না, তবে সোনা তো সোনা, বাঁকা আংটির ও দাম আছে , কবিতার বেলায় কি কোন প্রকার একটু নিয়ম শিথিল-উলঙ্ঘন হলে সমাজে মান্য হবে না !
প্রশ্নের উত্তর আমার জানা নেই ,সুধী জনার কাছে প্রার্থণা তাঁরাই পথ বলে দিতে পারবেন ।
শুভেচ্ছা সকল সুধী জনে ।