অনেক হ’ল লেখা
সাথে বহুকিছু বলা -
ফল নিঃস্ব ! পণ্ডশ্রম ,
এবার বুদ্ধি নেব তার কাছে, যম ।
আর করি না প্রগতি নিযে বড়াই
নিজ মনে মশা তাড়াই !
এ কাজটি হালে হল জানা-
উপায়টা মোটে মন্দ না ,
যতদূর পারি নিজ রক্ষায়
কিছুটা সুখ জীবন যাতনায় ।
তবু এ অত্যাচারিত কাল ,
পারি না ছিঁড়তে মশার জাল ।
(১৪-১১-২০২৪)