মানুষ চায় মনের ময়লা শুদ্ধি
কত কি না করে আমরণ অব্দি ,
ধর্মের সাথে ঝাঁড়ফুক
তীর্থ করে ফেঁপে ওঠে বুক ।
পুণ্যির উপদেশ, ধর্মে শেখে
দান দক্ষিনায় স্বার্থ দেখে
লাভের দিকটা চেখে চেখে ,
অনেকে থাকে এ কাজে লেগে ।
আবার দু’বেলা গোসল-স্নান
সে কি সাবান ঘষার মান !!
ধুয়ে-মুছে নিজ অন্তঃকরণ
উপরে লেপন সুগন্ধি প্রসাধন
ভাবে, পবিত্র হলেম এখন -।
প্রশ্ন ? জেগে যদি কেহ ঘুমায়
কোন কালে, কোন পথে ,
শুদ্ধ হয় না সে তার ময়লায় !!
(২৫-০৮-২০২৪)--ভ্যাংকুভার , কানাডা ,
জেগে ঘুমানো > স্বইচ্ছাকৃত অপকর্ম ।
“সুযোগ পেলেই মানুষ কৃতজ্ঞতাকে ভুলে যায় এবং ধোঁকা দেয়।“ কবি “প্রসূন গোস্বামী”
“উত্তম নীতি(ব্যঙ্গ)-এখানে মনোমুগ্ধকর মন্তব্য পেয়ে, প্রবুদ্ধ কবির সম্মানার্খে আমার এ ক্ষুদ্র চেষ্টা- লেখাটি প্রকাশ ।