শীতে কাতর বানরগুলি
বৈকালে সেকছিল আগুনের তাপ ,
গাছের গোড়ায় দু’হাত রেখে
ভাবছিল, মিলছে বুঝি গরম ভাব ।
গাছের উপরের পাখীরা
এ দৃশ্য দেখে বন্ধু ভেবে বলে তারা
ওটা সূর্য্য ডোবার আলোর চ্ছটা
কেন মিছে সময় নষ্ঠ এ হালে
ও মোটেই আগুন না আসলে ,
আভায়, লাল দেখায় গাছের গোড়া
এ এক বোকামী ভরা কাজ এটা ।
আর কি সবুর সয় !
গড়ে ওঠে তারা মরণ বাজ
পাখীর ছা-বাচ্চা-ডিম বংশ ক্ষয় -
বনরের সে কি প্রলয় সাজ !!
(১৬-০৮-২০২৪)