অপরিসীম জ্ঞানভাণ্ডার  -
অসম্ভব সময়ে তার জানার ;
কাজের জ্ঞান—সময়ধারায় -
ক’জনে সময়ে হাতে পায় ,
যেমন জ্ঞান করে জীবন উত্তরণ -
তদরূপ,- কুজ্ঞানে ডাকা মরণ ।

ইনটারনেট জ্ঞানের মহাগুরু
জ্ঞান সময়ে না হলে পুরু
জড় বুদ্ধিহীন জ্ঞানের সংযোগ ,
হতে পারে জ্ঞানবোধে কর্কটরোগ !
জন হিতে গড়ে ওঠে পাগলা গাদর ;
মস্তিষ্কে সৃষ্টি চাপ উর্ধ্বগতি পারদ ।

(২২-০৫-২০২৪)