বাঁচতে চাইলে এ জীবনে
চলতে হয় বাঁধা- বিঘ্ন ঠেলে ,
সুখ-শান্তির আত্মা আকিঞ্চনে
জ্ঞানই বন্ধু সময়ের প্রতিটি ক্ষণে ।
পারিতে ঝঞ্ঝাঝড় জীবন উদ্যোগ
কখন কিরূপ জ্ঞান প্রয়োগ ,
সময় ও জ্ঞান মানে রাখে তার
রপ্ত করাই বুদ্ধিমত্তা শ্রেষ্ঠতার ।
সময় সুযোগকাল জলাঞ্জলি দিলে
এলেবেলে চলে, জীবনটা হারালে
একদা কত না আপসোস হালে ,
ধুৎকারটা নিজ উপরেই মেলে ।
তখন, সময় কড়ি নিঃস্ব-শূন্য -
নেমে আসে জীবনে মহাদৈন্য ।
(২২-০৫-২০২৪)